রাজধানীর গুলশানে কূটনীতিক পাড়ায় দুর্বৃত্তের গুলিতে এক বিদেশি নিহত হয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের এডিসি আবদুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে এক বিদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন।
তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।
পরে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, ওই বিদেশি মারা গেছেন। তার নাম সিজার তাভেলা। বয়স আনুমানিক ৫০ বছর।
তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির জাতীয়তা জানাতে পারেনি ইউনাইটেড কর্তৃপক্ষ।