মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের সময় ড্রোন ওড়ানোর জন্য ক্ষমা চেয়েছে দক্ষিণ আফ্রিকা দল।

By on ৩:০১ PM
গত বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার প্রথম দিনের অনুশীলনের সময় একটি ড্রোন উড়তে দেখা যায়। নিজেদের অনুশীলনের ছবি তোলার জন্যে ড্রোনটি ব্যবহার করছিল সফরকারী দল। পরে বাংলাদেশ ক্রিকেট কর্তৃপক্ষ ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞার কথা জানায়।

বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে জানায়, অনুমতি না নিয়ে ড্রোন ব্যবহার করায় ক্ষমা চেয়েছে দক্ষিণ আফ্রিকা দল।

অতিথি দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি বলেন, “আমাদের ইউটিউব চ্যানেলে ব্যবহারের জন্য ক্রিয়েটিভ দৃশ্য ও ছবি তুলতে টিভি ক্রুরা ড্রোনটি এনেছিল। আমরা বাংলাদেশের সামরিক বাহিনী ও নিরাপত্তা বাহিনীর কাছে ক্ষমা চেয়েছি।”
Print Friendly and PDF